Friday, September 20, 2024
Homeরাজনীতিকুমিল্লায় নুরের সংগঠনের কর্মসূচিতে ছাত্রলীগ,যুবলীগের হামলা (ভিডিও)

কুমিল্লায় নুরের সংগঠনের কর্মসূচিতে ছাত্রলীগ,যুবলীগের হামলা (ভিডিও)

ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র,যুবও শ্রমিক অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ।করোনায় সচেতনতা বাড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ছাত্র,যুবও শ্রমিক অধিকার পরিষদের মাস্ক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে এই হামলা করা হয়।

আজ শুক্রবার(২৭ আগষ্ট) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্যমতে, বাংলাদেশ ছাত্র, যুবও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে পরিবেশে দূষণ ও বিপর্যয় রোধে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং করোনা সংক্রমন রোধে জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছিল ছাত্র, যুব ও শ্রমিক অধিকার। এসময় সংগঠনটির নেতাকর্মীদের উপর যৌথভাবে হামলা করে স্হানীয় ছাত্রলীগ ও যুবলীগের একটি সংঘবদ্ধ দল।

হামলার সময় কর্মসূচির ব্যানার ও ডাকসু ভিপি নুরুলহক নুরের বেশকিছু পোস্টার কেড়ে নেয় এবং আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা।এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে।

ভিডিও…

RELATED ARTICLES

Most Popular