Friday, January 24, 2025
Homeঅপরাধট্রেন দূর্ঘটনা : যশোরে ফ্রি ফায়ার গেমে প্রাণ গেলো যুবকের

ট্রেন দূর্ঘটনা : যশোরে ফ্রি ফায়ার গেমে প্রাণ গেলো যুবকের

বিলাল মাহিনী, যশোর :

যশোরে রেললাইনের উপর বসে ফ্রি-ফায়ার গেম খেলার পরিণতি হলো মৃত্যু। জেলার অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর বসে ফ্রি-ফায়ার গেম খেলার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

৩১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. ইফফাত শারমীন দীপ্তি জানান, ট্রেনে কাটা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় জুবায়ের হোসেন (২১) নামের এক যুবককে পা কাটা গেছে । তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার বুলবুল আহমেদ জানান, অভয়নগর থানা সূত্রে আমি বিষয়টি জানতে পেরেছি। তবে বিস্তারিত কিছু জানতে পারিনি।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular