Sunday, September 15, 2024
Homeআন্তর্জাতিকশিক্ষার অধিকারের দাবিতে রাস্তায় আফগান নারীরা

শিক্ষার অধিকারের দাবিতে রাস্তায় আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের হেরাত প্রদেশে শিক্ষার অধিকারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন নারীরা।

বিবিসির খবরে বলা হয়, প্রায় ৫০ জন নারী ওই প্রতিবাদে অংশ নেন। তারা বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড বহন করেন। এগুলোতে লেখা ছিল- শিক্ষা, চাকরি নিরাপত্তা, নারীদের সমর্থন ছাড়া কোনো দেশের সরকারই টিকে থাকতে পারে না, শিক্ষা আমাদের অধিকার ইত্যাদি।

বিক্ষোভের অন্যতম আয়োজক বাশিরা তাহেরা আফগানিস্তানে সরকারে নারীদের অংশ দিতে তালেবানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাই তালেবান আমাদের সঙ্গে পরামর্শ করুক। আমরা তাদের সভা-সমাবেশে কোনো নারী দেখি না। এ কথা দ্বারা তিনি তালেবানের সভা-সমাবেশে নারীদের উপস্থিতি দেখতে চান বলে বোঝান। 

গত মাসের দ্বিতীয় সপ্তাহে মাত্র সাত দিনে তালেবান আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টি দখল করে। তাদের বেদখলে রয়েছে শুধুমাত্র পাঞ্জশির। ঝড়ের গতিতে তালেবান আফগানিস্তান দখল করলেও দেশটিতে কোনো প্রতিবাদ নেই। এ কারণে নারীদের এই প্রতিবাদকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে বিবিসি।

RELATED ARTICLES

Most Popular