Sunday, September 15, 2024
Homeরাজনীতিগণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন হ‌বে : ফখরুল

গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন হ‌বে : ফখরুল

নবদূত রিপোর্ট:

‘গণঅভ্যুত্থান ও গণআন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটাতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শাসক হাসিনা সরকারকে পরাজিত করতে হ‌বে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই উদ্যোগ নিই।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌ব মিলনায়তনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম ব‌লেন, আমরা আওয়ামী লী‌গের শাসন আম‌লের সেই ৭৪ এর দুর্ভিক্ষের কথা ভু‌লে যাইনি। সেই দিন লক্ষ লক্ষ মানুষ না খে‌য়ে মারা গেছে। রংপু‌রের সেই বাস‌ন্তি লজ্জা নিবারণের জন্য এক টুকরা কাপড় পায়‌নি; এই হ‌লো আওয়ামী লী‌গ।

সত্য চাপা দি‌তে আওয়ামী লী‌গ মিথ্যা বল‌ছে অভি‌যোগ ক‌রে বিএনপি মহাসচিব ব‌লেন, মিথ্যাচার ক‌রে সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা, লাভ হ‌বে না। এ সরকার বাংলা‌দে‌শের ইতিহাস‌কে বিকৃ‌ত ক‌রছে। বাংলা‌দে‌শের স্বাধীনতা‌কে তারা কলঙ্কিত করেছে।

RELATED ARTICLES

Most Popular