Tuesday, September 17, 2024
Homeরাজনীতিঢাবিতে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির আনন্দ র‍্যালি

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির আনন্দ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর নবনির্বাচিত কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে বরণ ও আনন্দ র‍্যালি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ অন্যন্য নেতৃবৃন্দ।

আনন্দ র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে রোকেয়া হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তব্যে সভাপতি বিন ইয়ামিন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র  ফেডারেশন, ছাত্র মৈত্রী সহ সকল ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানান।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা অব্যাহত এবং নিরাপদ ক্যাম্পাস ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

RELATED ARTICLES

Most Popular