Thursday, December 26, 2024
Homeরাজনীতিদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, আশঙ্কা জি এম কাদেরের

দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, আশঙ্কা জি এম কাদেরের

নবদূত রিপোর্ট:

অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তাই অবৈধ অস্ত্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

জিএম কাদের বলেন, সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা (ছাত্রলীগ নেতা) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেল কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পার্শ্ববর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্ত্র কিভাবে সে বাংলাদেশে এনেছে।

RELATED ARTICLES

Most Popular