Tuesday, September 17, 2024
Homeআন্তর্জাতিকপাঞ্জশির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি: তালেবানের

পাঞ্জশির নিয়ন্ত্রণে নেওয়ার দাবি: তালেবানের

আন্তর্জাতিক রিপোর্টঃ

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পাঞ্জশির নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।

বেশ কয়েকদিন ধরে চলা তীব্র লড়াই শেষে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এদিকে এ বিষয়ে পাঞ্জশিরের বর্তমান নেতা ও তালেবান বিরোধী বিদ্রোহী জোট এনআরএফএর (ন্যাশনাল রেসিসট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান) প্রধান আহমাদ মাসুদের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

এদিকে আফগানিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে এ বিষয়ক কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে, তালেবান বাহিনী পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনের ফটকে দাঁড়িয়ে আছেন।

এর আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা নাকচ করে দিয়েছে তালেবান।

RELATED ARTICLES

Most Popular