Saturday, September 21, 2024
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে আহ্বান জানিয়েছে চীন

আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে আহ্বান জানিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ

কাবুল দখলের তিন সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী চীন।

নতুন সরকার গঠনের মাধ্যমে আফগানিস্তানে তিন সপ্তাহ ধরে চলা নৈরাজ্যের অবসান হয়েছে বলে মনে করছে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য তালেবানের নতুন সরকারকে আহ্বান জানিয়েছে চীন।

আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে মার্কিন সৈন্য এবং নাগরিকদের সরিয়ে নেওয়াকে পূর্ব পরিকল্পিত বলে এর কঠোর সমালোচনা করে চীন। তালেবান সরকার আফগানিস্তানে দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে আনবে বলে বুধবার আশাবাদ ব্যক্ত করে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে গুরুত্বের সঙ্গে দেখছে চীন। এ সরকার আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে কাজ করবে।

RELATED ARTICLES

Most Popular