Saturday, September 21, 2024
Homeজাতীয়ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা হয়েছে

ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা হয়েছে

নবদূত রিপোর্টঃ

কর দিতে এখন ভূমি অফিসে যেতে হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমি অফিসের ভোগান্তি কমাতে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা হয়েছে।

৮ সেপ্টেম্বর(বুধবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু ভূমি আইন প্রণয়ন করেন। ৭৫ এর পর এ সংক্রান্ত কাজ বন্ধ ছিল। পরে ৯৬ এ আবার কাজ শুরু হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর সরকারি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করা হয়। ভূমি সংক্রান্ত সেবা সহজ করা হয়। কর দেয়াসহ সব ধরণের সেবা পাওয়ার ব্যবস্থা করা হয় অনলাইনে।

কাজের ঝামেলা কমাতে ভূমি সংক্রান্ত ডাটাবেইস তৈরি হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সব তথ্য একসাথে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী বলেন, আগে অনলাইনে ডাটাবেস না থাকায় ভুমি অধিগ্রহণের তথ্য জানা সম্ভব হতো না। এখন এ সেবা সবার জন্য সহজ হয়েছে।

সহজেই ভোগান্তি মুক্ত সেবা গ্রহণ করা যাবে অনলাইনের মাধ্যমে।

RELATED ARTICLES

Most Popular