Thursday, September 19, 2024
Homeআন্তর্জাতিকতালেবানের নতুন যুগ শুরু হয়েছে

তালেবানের নতুন যুগ শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

অর্থ, খাদ্য সরবরাহ এবং করোনাভাইরাসের ভ্যাকসিনসহ অন্যান্য জরুরি সহায়তার জন্য আফগানিস্তানে জরুরি ভিত্তিতে ৩ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে চীন।

আফগানিস্তানে সরকারি ও বিদেশি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দ। তবে অনুমতি ছাড়া বিক্ষোভ এবং প্রতিবাদী স্লোগান দিলেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তালেবান।

তালেবানের নতুন যুগ শুরু হয়েছে। তাই সরকারি সব কর্মকর্তাদের কাজে যোগ দেয়ার জন্য ডাক দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মাদ হাসান আখুন্দ।
বিদেশি বাহিনীকে সহায়তাকারী কর্মকর্তারাও নিশ্চিন্তে কাজে যোগ দিতে পারেন বলে আশ্বস্ত করেছেন তিনি।

এছাড়াও কূটনীতিক, দুতাবাস ও মানবিক সহায়তাকারীদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন আখুন্দ। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular