Saturday, November 9, 2024
Homeঅপরাধঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই মাদক বিক্রেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই মাদক বিক্রেতা আটক

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ১২ টি গাজার প্যাকেটসহ দুই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। পরে তাদেরকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে বুয়েট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল এলাকা থেকে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয়। আটককৃতদের মধ্যে একজন নারীও ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম পলাশিতে যায় এবং মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকের ১২টি ছোট প্যাকেট পাওয়া যায়। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

RELATED ARTICLES

Most Popular