Tuesday, January 28, 2025

আপন ভুবন

বিলাল মাহিনী

দূর আকাশে মেঘ জমেছে
সন্ধ্যা এলো নেমে
পক্ষিরা সব দল বেঁধেছে
ছুটছে বাসা পানে।

কলকলালি থামছে নদীর
শ্রান্ত বাঁকা জল
ক্লান্ত মাঝি ফিরছে ঘাটে
খুইয়ে গায়ের বল।

ঘাসের বোঝা মাথায় নিয়ে
ছুটছে কিষাণ ভাই
এমন সোনার বাংলা বলো
কোথায় গিয়ে পাই?

ভোলা কবি গাছ তলাতে
নিত্য ধ্যানে রয়
ছন্দ সুরে কথা গেঁথে
গানের তানে কয়।

শ্যামের বাঁশি হাতে নিয়ে
বসে থাকি রোজ
সত্তি তুমি আসবে বলো
নেবে কি গো খোঁজ!

১০-০৯-২১

RELATED ARTICLES

Most Popular