Friday, September 13, 2024
Homeঅপরাধপুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় গ্রেফতার

পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় গ্রেফতার

নবদূত রিপোর্ট:

পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় রমজান আলী (২২) নামে এক যুবককে আটক করে বাংলাদেশ পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে রমজানকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রমজান আলী ফটিকছড়ির লেলাং ইউনিয়নের লেলাং গ্রামের বাসিন্দা।

কেশব চক্রবর্তী বলেন, গ্রেফতার রমজান আলীকে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে হাজির করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

RELATED ARTICLES

Most Popular