নবদূত রিপোর্টঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর(বুধবার) থেকে দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা দেওয়ার কিছু সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে সময়সূচিতে।
সোমবার বিকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে প্রতিদিন বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ওই সভার পরিপ্রেক্ষিতেই আগামী বুধবার থেকে দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এই ঘোষণার কিছু সময়ের ব্যবধানে মন্ত্রণালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে ১৪ সেপ্টেম্বর(মঙ্গলবার) পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই অনুষ্ঠিত এক সভায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।