Sunday, January 26, 2025
Homeজাতীয়সরকার ক্ষমতায় থাকতে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে: ভিপি নুর

সরকার ক্ষমতায় থাকতে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে: ভিপি নুর

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ধ্যা পৌনে ৮ টার দিকে ঢাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা।

মিছিলটি রাজধানীর বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।No description available.

ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্মআহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।

সমাবেশে নুর বলেন , সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের উপর মামলা, হামলা চালিয়ে কোনঠাসা করে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে প্রচার করছে । হামলা,মামলা করে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের দমানো যাবে না মন্তব্য করে নুর বলেন, যত হামলা,মামলা হবে তারুণ্যের জাগরণ তত বেগবান হবে।

সামাবেশে নুর ছাড়াও যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক ও যুগ্মআহ্বায়ক তারেক রহমান বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

Most Popular