Sunday, December 22, 2024
Homeআন্তর্জাতিকসামরিক সক্ষমতার প্রদর্শন চালাচ্ছে উত্তর কোরিয়া

সামরিক সক্ষমতার প্রদর্শন চালাচ্ছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টার মাথায় আবারও উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এই পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

বৃহস্পতিবার প্রথমবারের মতো ট্রেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পাহাড়ি অঞ্চলে রেললাইনে করে নিয়ে আসা হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সব সরঞ্জাম। 

উত্তর কোরিয়ার দাবি, নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটিও সফলভাবে সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করে পিয়ংইয়ং।

প্রতিনিয়ত নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন করে চলেছে উত্তর কোরিয়া। নিজেদের প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের কাছে তুলে ধরতেই এই পরীক্ষা বলেও দাবি করা হয়।

বিশেষ করে স্থল, জলপথ এমনকি ট্রেন থেকেও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশটির বৈচিত্রময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রমাণ দিয়েছে বলে জানা যায়।

RELATED ARTICLES

Most Popular