Friday, September 20, 2024
Homeজাতীয়নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

নবদূত রিপোর্টঃ

নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তার এই সফর। দীর্ঘ সময় পর এটাই তার বিদেশ সফর।


আজ শুক্রবার সকাল ৯টায় প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সেখানে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। করোনা মহামারির কারণে অর্থনীতিতে যে আঘাত হেনেছে সেটি দূর করে আশা জাগাতে এ সম্মেলনের প্রতিপাদ্য দেওয়া হয়েছে ‘আশা’।

জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি দ্বিপক্ষীয় বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular