Thursday, September 19, 2024
Homeআন্তর্জাতিকশারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের আইসিইউতে পেলে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের আইসিইউতে পেলে

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে কোলন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে সাও পাওলোর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার পেয়েছিলেন ছাড়পত্রও, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের এই কিংবদন্তিকে নেয়া হয়েছে আইসিইউতে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পেটে জ্বালাপোড়ার কারণে অসুস্থতা বোধ করছিলেন পেলে। অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।


গত মঙ্গলবার হাসপাতালের সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছিল ৮০ বছর বয়সী ফুটবলের এই কিংবদন্তিকে।

সেসময় পেলের অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে তার মেয়ে কেলি নাসিমেন্তো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইংরেজি ও পর্তুগিজ ভাষায় এক বার্তা দেন। পেলের একটি ছবিও পোস্ট করেন কেলি।

RELATED ARTICLES

Most Popular