Friday, November 15, 2024
Homeলাইফস্টাইলনিদ্রাহীন সমস্যার সহজ সমাধান

নিদ্রাহীন সমস্যার সহজ সমাধান

লাইফস্টাইলঃ

সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে করতে কেটে যায় রাতের অনেকটা সময়। তবুও যেন ঘুম আসে না। ঘুমের সমস্যা নিয়ে ভোগেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। আর বর্তমানে এই সমস্যায় ভুগছেন অনেক মানুষই। নিদ্রাহীন সমস্যার রয়েছে সহজ সমাধান-

যত সম্ভব জেগে থাকার চেষ্টা করুন:
হ্যাঁ, জানি চমকে যাবেন। কিন্তু পোলিশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা এমনটাই বলছে। ঘুমোতে যাওয়ার আগে বই পড়ুন, ডায়েরি লিখুন। দেখবেন মন, শরীরে ক্লান্তিতে এমনিতেই ঘুমিয়ে পড়বেন।

নিজের ঘর ঠান্ডা রাখার চেষ্টা রাখুন:
ঠান্ডা ঘরে তাড়াতাড়ি ঘুম আসে। চেষ্টা করুন নিজের ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখার।

পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন:
ঘুমাতে যাওয়ার আগে গোসল করুন। এতে শরীর ঠান্ডা থাকবে এবং সহজেই ঘুম চলে আসবে।

ঘরে ভেষজ রুম ফ্রেশনার ব্যবহার করুন:
সুগন্ধ মানুষের ঘুমের সহায়ক। ঘরে রুম ফ্রেশনার দিন। তবে সেটা ভেষজ হলেই ভাল।

হালকা সাউন্ড দিয়ে গান অথবা ইন্সট্রুমেন্টাল জাতীয় কিছু শুনুন:
খুব হালকা সাউন্ড দিয়ে আপনার পছন্দের গান শুনুন। দেখবেন কখন ঘুমিয়ে পড়েছেন। তবে গানের থেকেও ইন্সট্রুমেন্টাল কিছু এ ক্ষেত্রে আরও বেশি কাজে দেবে।

এক্সারসাইজ করুন:
ঘুমাতে যাওয়ার আগে হালকা এক্সসারসাইজ করুন। তাতে শরীরে ক্লান্তি এসে আপনি সহজেই ঘুমিয়ে পড়বেন।

পদ্ধতিগুলো অনুসরণে কমে আসবে নিদ্রাবিহীন রাতের গল্প। সুস্থ শরীরের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

RELATED ARTICLES

Most Popular