Thursday, December 26, 2024
Homeরাজনীতিশেখ হাসিনার জন্মদিনে স্মারকগ্রন্থ বের করবে আ.লীগ

শেখ হাসিনার জন্মদিনে স্মারকগ্রন্থ বের করবে আ.লীগ

নবদূত রিপোর্ট:

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নেতারা জানিয়েছেন, স্মারকগ্রন্থে শেখ হাসিনার চার দশকের নেতৃত্বে দল ও দেশের জন্য তার অবদান, কর্মজীবনের নানা অধ্যায় উঠে আসবে। এছাড়াও এ নিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করবে আওয়ামী লীগ। এগুলোর সমন্বয়ের জন্য দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা সভারও আয়োজন করবে ক্ষমতাসীন দলটি।

RELATED ARTICLES

Most Popular