আন্তর্জাতিক ডেস্কঃ
কোভিডের শুরু থেকেই বিদেশি নাগরিকদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার।
দীর্ঘ সময় পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নাগরিকদের করোনা সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী নভেম্বর থেকেই পূর্ণ ডোজ কোভিড টিকা গ্রহণকারীরা পৌঁছাতে পারবেন দেশটিতে।
এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকরা ১৮ মাস পর দেশটিতে ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন।
যুক্তরাজ্য এবং ইউরোপের দেশ ছাড়াও, আয়ারল্যান্ড, চীন, ইরান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতেও বিধিনিষেধ শিথিল হচ্ছে।
স্থানীয় সময় সোমবার নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার এ বিষয়টি জানায় হোয়াইট হাউজ।