Monday, December 23, 2024
Homeখেলামেয়েদের নৃত্য এবং খোলা চুল প্রদর্শনে আইপিএল নিষিদ্ধ তালেবানদের

মেয়েদের নৃত্য এবং খোলা চুল প্রদর্শনে আইপিএল নিষিদ্ধ তালেবানদের

আন্তর্জাতিক ডেস্কঃ

চিয়ার লিডার্সদের নাচ এবং খোলা চুলের নারীদের উপস্থিতির কারণে ইসলামি রাষ্ট্রের দোহাই দিয়ে এবার আইপিএল নিষিদ্ধ করলো আফগানিস্তানের তালেবান সরকার। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ এ তথ্য নিশ্চিত করেছেন। একটি টুইটার পোস্টে লিখেছেন, আফগানিস্তানের জাতীয় রেডিও টেলিভিশনে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা হলো। এখানে ইসলাম বিরোধী নানা বিষয়, যেমন মেয়েদের নৃত্য এবং খোলা চুলে মেয়েদের উপস্থিতি প্রদর্শন করা হচ্ছে।

মূলত ম্যাচ চলাকালীন চিয়ার লিডারদের নৃত্যের কারণেই  আইপিএল সম্প্রচার বন্ধ করলো দেশটির সরকার।

এই লিগে খেলবেন রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানের মতো আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। এই নিষেধাজ্ঞা ক্রিকেটাররাসহ আফগান দর্শকদের জন্য বড় রকমের ধাক্কার।

RELATED ARTICLES

Most Popular