আন্তর্জাতিক ডেস্কঃ
স্থানীয় সময় সকাল সোয়া ৯টায ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর কাছে ম্যানসফিল্ডে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আজ বুধবার অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে মেলবোর্ন শহরে এ ভূমিকম্প আঘাত হেনেছে।
৬ মাত্রার এ ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেশী দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ভিক্টোরিয়ার জরুরি সেবাদানকারী সংস্থা বাসিন্দাদের ভূমিকম্পের সম্ভাব্য প্রভাবের জন্য সতর্ক থাকতে বলেছে।
তারা বলেছেন, যারা ভিক্টোরিয়ায় রয়েছেন তারা বিপদে আছেন। আফটারশকের শঙ্কা রয়েছে, ক্ষতিগ্রস্ত ভবন এবং অন্যান্য বিপদ থেকে দূরে থাকুন। জরুরি অবস্থা ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকুন।