Monday, December 23, 2024
Homeআন্তর্জাতিকস্বীকৃতি পেতে হলে তালেবান সরকারকে শর্ত পূরণ করতে হবে: ইমরান খান

স্বীকৃতি পেতে হলে তালেবান সরকারকে শর্ত পূরণ করতে হবে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে তালেবান সরকারকে শর্ত পূরণ করতে হবে।

প্রতিবেশী আফগানিস্তানে নারীদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হলে, সেটা হবে সম্পূর্ণ ইসলামবিরোধী কাজ। ব্রিট্শি গণমাধ্যমকে মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন।


এ সময়ে তিনি শর্তগুলো তুলে ধরেন। তালেবান নেতৃবৃন্দের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি, এমন সন্ত্রাসীদের লালন-পালন করতে পারবে না আফগানিস্তান।

RELATED ARTICLES

Most Popular