আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান সরকার নিয়ে পাকিস্তানের পরিকল্পনা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
তালেবানের উদ্দেশ্যে তিনি বলেন, বাস্তববাদী হতে হবে, ধৈর্য রাখতে হবে, সম্পৃক্ত হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিচ্ছিন্ন রাখা যাবে না।
তালেবান যদি প্রত্যাশা জাগিয়ে রাখে, তাহলে তাদের জন্য সহজ হবে, তারা গ্রহণযোগ্যতা পাবে, যেটা স্বীকৃতির জন্য অবশ্যই প্রয়োজন।
এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে, তাকেবানের বিকল্প কী? আর কোনও রাস্তা কি আছে? এটায় এখন বাস্তবতা। আর এই বাস্তবতা পালটাতেও তারা পারবে না।
কোরেশি বলেন, আমরাও চাই আফগানিস্তানে স্থিতিশীলতা এবং শান্তি ফিরে আসুক। তালেবানকে নিশ্চিত করতে হবে কোনও দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি যেন ব্যবহার না হয়।