Saturday, September 21, 2024
Homeস্বাস্থ্যঅবশেষে প্রবাসীরা আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করাতে পারবেন

অবশেষে প্রবাসীরা আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করাতে পারবেন

নবদূত রিপোর্টঃ

আশার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আগামী শনিবার থেকে বিমানবন্দরে প্রবাসীরা আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করাতে পারবেন বলে জানান তিনি।

তিনি বলেন, এরইমধ্যে ৬টি প্রতিষ্ঠান ল্যাব স্থাপনের কাজ প্রায় শেষ করেছে। টেস্টের জন্য প্রবাসীদের খরচ হবে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৩০০ টাকা।

আজ বৃহস্পতিবার  বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শনকালে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।

বিমানবন্দর থেকে যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। আরব আমিরাতসহ কয়েকটি দেশ এই নিয়ম চালু করায় বিপাকে পড়েন প্রবাসীরা। দ্রুত ল্যাব স্থাপনের দাবিতে হয় বিক্ষোভও। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনার কাজ শুরু হয়। শাহজালালে সেই কাজের অগ্রগতি দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular