Monday, December 23, 2024
Homeজাতীয়মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে শ্রমিক অধিকার পরিষদ

মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে শ্রমিক অধিকার পরিষদ

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ-এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

শ্রমিক অধিকার পরিষদের নব-নির্বাচিত সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে শুক্রবার(২৪ সেপ্টেম্বর) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে সংগঠনটির নব-গঠিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এসময় নতুন কমিটির সদস্যের পাশাপাশি উপস্হিত ছিলেন বিভিন্ন জেলা-উপজেলা শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ১৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত প্রসঙ্গে শ্রমিক অধিকার পরিষদের নব-নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান নবদূতকে জানান-“মাওলানা ভাসানী ছিলেন আপসহীন সংগ্রামী নেতা।তিনি ছিলেন কৃষক-মজুর-শ্রমিকের অতি আপনজন।চিরকাল নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি।আমরাও মজলুম মানুষের সুখ-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”

RELATED ARTICLES

Most Popular