আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে গ্রিসে আঘাত হানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হেনেছে এ ভূমিকম্প। এর প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ বুলগেরিয়া, তুরস্ক, মিশর, ইতালি, লিবিয়া এবং উত্তর মেসিডোনিয়াতেও।
তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ গুরুতর আহত হওয়ার খবর পাননি তিনি। তবে স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।