Monday, December 23, 2024
Homeসাহিত্যকবিতাসত্য খুঁজি

সত্য খুঁজি


বিলাল মাহিনী

সত্য খুঁজি, পাই না
তুমি পাও?

একজনের সত্য অপরের আয়নায় অলীক
অপরের সত্যটা নিজের কাছে সত্য নাও হতে পারে; হয়ও না।
মত পথ চিন্তার ভিন্নতায় সত্যের রঙ বদলায়।

সত্য-মিথ্যা, ভালো-মন্দেরা অবস্থা বুঝে চলে
সময়-স্থান-কালের বিবর্তনে সত্য-মিথ্যার বিভেদ গড়ে উঠে।

ভুত সত্য জানতাম, ভুতের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো মায়ে, দাদী-ফুফুও
এখন শুনি ভুত বলে কিছু নেই
হ্যাঁ ভুত আছে; আঁধারে
আলোতে ভুত পালায়, ওরা নাকি আলো সহ্য করতে পারে না!
তো, সত্য ভুতটা আলোতে মিথ্যা।

তাবিজে ভুতপ্রেত শয়তান যেতো, এখন ভুতেরাই তাবিজ বেচে, পরে;
তাবিজ তাড়ায়।
প্রেম পবিত্র, ভালোবাসা সত্য জানতাম, ভাবতাম স্নেহ আছে,
এখন ভালোবাসা খুঁজি না মা ছাড়া কারো কাছে।

আগে সৎ মানুষ- সত্য ছিলো, এখন সৎ এর লেবাস পরেছে অসৎ
শিক্ষা আলো ছড়াতো, এখনো নাকি ছড়ায়!
কবি দেখে- শিক্ষিতদের কালো ছড়াতে
কলম-প্রযুক্তি-পেশির জোরে অসহায়ের গলা কাটতে, সাগর চুরি করতে।

আগে সংবাদ দেখে-শুনে প্রশান্তির ঘুম দিতাম
এখন- সংবাদের সত্যতা খুঁজতে খুঁজতে ভোর হয়, ঝিমোই সারাদিন।

RELATED ARTICLES

Most Popular