Wednesday, January 22, 2025
Homeজাতীয়প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই উৎসবমুখর পরিবেশে  পালিত হবে জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই উৎসবমুখর পরিবেশে  পালিত হবে জন্মদিন উদযাপন

নবদূত রিপোর্টঃ


জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই উৎসবমুখর পরিবেশে সারাদেশে পালিত হবে নানা অনুষ্ঠান কর্মসূচি।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

এছাড়া কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি একটি ই-পোস্টার প্রকাশ করেছে।

RELATED ARTICLES

Most Popular