Friday, December 27, 2024
Homeস্বাস্থ্যদেশে কোভিডে মৃত্যু নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন

দেশে কোভিডে মৃত্যু নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৭৮ জন। এপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে।

একইসাথে জানা যায়, গত ২৪ঘন্টায় সারা দেশে কোভিডে মৃত্যু নিম্নমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮৭ জনে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়।

RELATED ARTICLES

Most Popular