আন্তর্জাতিক ডেস্কঃ
ইকুয়েডরে কারাগারের দাঙ্গা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। মঙ্গলবার রাতে গুয়াকুইল শহরের কারাগারে ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। ৫ ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।
এই দাঙ্গার রেশ না কাটতেই আজ ফের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিকে। এছাড়া আহত হয়েছেন ৮০ জনেরও বেশি বন্দি। ইকুয়েডরে কারাগারের দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
কারাগারে মাদক পাচারের জেরে বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাঙ্গা বলা হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট বলেন, কারাগারে মাদক পাচারের জেরে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বন্দিদের সঙ্গে আর্ন্তজাতিক মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ততা ছিল।