Friday, December 27, 2024
Homeস্বাস্থ্যনমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ

নবদূত রিপোর্টঃ

স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৬০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনে।

একইসাথে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫১০ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার  ৩ দশমিক ২৪ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular