Saturday, September 21, 2024
Homeদূর পরবাসপ্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি প্রবাসী অধিকার পরিষদের

প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি প্রবাসী অধিকার পরিষদের

সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় কোটি ২০ লাখের বেশী প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে সকল প্রবাসীদের নাগরিক অধিকার, স্বার্থ সংরক্ষণ, প্রাপ্য অধিকার আদায়, সংরক্ষণ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই সাথে সকল প্রবাসী প্রবাসীদের পরিবারের নিরাপত্তা, শিক্ষা চিকিৎসা সহ সকল ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে সরকারের নিকট ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১লা অক্টোবর) প্রবাসী অধিকার পরিষদএর সভাপতি মো:কবির হোসেন সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ১০ দফা দাবি জানানো হয়।

প্রবাসী অধিকার পরিষদ এর ১০ দফা দাবিসমূহ

১)প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।

২)প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।

৩)বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই।

৪) প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব ও পেনশন সুবিধা চাই।

৫)দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।

৬) প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।

৭) জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই।

৮)বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।

৯)বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।

১০)অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ চাই।

উল্লেখ্য,ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বাধীন সংগঠন “বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ”প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে ৫২টি দেশে পরিচালিত হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular