Saturday, September 21, 2024
Homeআন্তর্জাতিকমুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা: মালয়েশিয়ায়

মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা: মালয়েশিয়ায়

আন্তর্জাতিক ডেস্কঃ

আজ শনিবার মালয়েশিয়ায় জাতীয় নিরাপত্তা পরিষদের মহাপরিচালক দাতুক রজি মোহাম্মদ সাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানান করোনা সংক্রমণ বাড়তে থাকায় আবারও ২ সপ্তাহের জন্য দেশটির পেরাক ও সাবাহ রাজ্যে চলাফেরা নিয়ন্ত্রণে ইনহ্যান্সড মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছে।

কাম্পুং ওরাং আসলি উলু পারেহ, বেনটং এবং পাহাংয়ে ৩ অক্টোবর পর্যন্ত ইনহ্যান্সড মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বহাল থাকলেও তা আবারও বাড়িয়ে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।


তিনি আরও বলেন, আগামি ৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পেরাক রাজ্যের তানজুং রামবুতানের কাম্পুং ওরাং আসলি চাদাক এবং ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সাবাহ’র রানাউয়ের কাম্পুং মোকোদৌতে চলাফেরা নিয়ন্ত্রণে ইনহ্যান্সড মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর আওতায় থাকবে।

একইসাথে তিনি জানান, রাজ্যগুলোর বর্তমান করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular