আন্তর্জাতিক ডেস্কঃ
তুরস্কের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আজ হোক আর কাল হোক, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানকে স্বীকৃতি দিতে হবে। ২০ বছর আগে যে উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানসহ বিভিন্ন ইস্যুতে প্রশ্নের জবাব দেন। তিনি জানান, আজ হোক আর কাল হোক তালেবানকে অবশ্যই যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে।
সেসময় তিনি আরও বলেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির সংবাদমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম দোটানায় ও হতাশায় ভুগছে।