Friday, December 27, 2024
Homeরাজনীতিডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুরসহ পাঁচজনকে অব্যাহতি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুরসহ পাঁচজনকে অব্যাহতি

নবদূত রিপোর্ট:

রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন বিচারক। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

RELATED ARTICLES

Most Popular