Friday, December 27, 2024
Homeআন্তর্জাতিককাবুলে জঙ্গিগোষ্ঠী আইএসের আস্তানা গুঁড়িয়ে দেয় তালেবান

কাবুলে জঙ্গিগোষ্ঠী আইএসের আস্তানা গুঁড়িয়ে দেয় তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃঃ

কাবুলে জঙ্গিগোষ্ঠী আইএসর আস্তানা গুঁড়িয়ে দেয় তালেবান সদস্যরা। এসময় আইএস সদস্যদের সঙ্গে তালেবানের লম্বা সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। অভিযানে বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান। আইএস সদস্যদের সঙ্গে তালেবানের ব্যাপক লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

আফগানিস্তানে একের পর এক বোমা হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে দেশটির সরকার।


রাজধানী কাবুলের উপকণ্ঠে জঙ্গিগোষ্ঠী আইএসের একটি আস্তানায় অভিযান চালায় তালেবান। গেল রোববার কাবুলের একটি মসজিদের কাছে বিস্ফোরণে ৫ জন নিহত হওয়ার জেরে এ অভিযান চালানো হয়।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মসজিদে বিস্ফোরণের পরপরই সন্ধ্যায় তালেবানের বিশেষ ফোর্স কাবুলের উত্তরাঞ্চলে অভিযান চালায়। আইএসকে লক্ষ্য করে সফল অভিযানের কারণে জঙ্গিগোষ্ঠীটির কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular