নবদূত রিপোর্টঃ
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানা যায়, বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এই সংক্রান্ত খবরটি স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।
অপপ্রচার চালানো খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানটি এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে জনগণকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছে।
আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাহ স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।