আন্তর্জাতিক ডেস্কঃ
চলতি সপ্তাহেই প্রায় দেড় শতাধিক চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে তাইওয়ানের আকাশসীমায়। এ নিয়ে ক্ষুব্ধ তাইপে। বুধবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাইওয়ানের পার্লামেন্টে।
গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তাইওয়ান-চীন উত্তেজনা বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী।
চীনের যুদ্ধবিমান বারবার তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করার তীব্র সমালোচনা করেন তিনি।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইস্যুটি নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাইওয়ান চুক্তি মেনে চলতে চীন সম্মত হয়েছে বলে জানান বাইডেন।