আন্তর্জাতিক ডেস্কঃ
গত সপ্তাহ থেকে চলমান বৃষ্টির প্রভাবে চীনের শানজি প্রদেশে বন্যার সৃষ্টি হয়েছে। ভয়াবহ এ বন্যায় গৃহহীন হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। একইসাথে এই প্রদেশের ৭০টি শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে।
হেনানা প্রদেশে ভয়াবহ বন্যায় ৩০০ জনের মৃত্যুর ৩ মাস না হতেই ফের বন্যা কবলিত হলো চীন। স্থানীয় আবহাওয়াবিভাগ বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ।
ভূমিধসে ৪ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে, সংবাদ মাধ্যমের তথ্য সূত্রে এ খবর পাওয়া যায়।
তথ্যসূত্রে জানা যায়, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।