নবদূত রিপোর্টঃ
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩৩৬ জন।
হাসপাতালে ভর্তি হয়েছেন, এদের মধ্যে রাজধানীতে ১৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৫ জন রয়েছেন।
একইসাথে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।