আন্তর্জাতিক ডেস্কঃ
আগামী ৮ নভেম্বর থেকে পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর বাধা নেই বলে জানা যায়। পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যে সকল ভ্রমণকারীরা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন এবং করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেই থাকছে প্রবেশের সুযোগ।
হোয়াইট হাউজ মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ থাকবে তারাই প্রবেশ করতে পারবেন।
শুক্রবার এক ঘোষণায় হোয়াইট হাউজ এ বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা টেস্টের পাশাপাশি কোভিড সনদকেও বাধ্যতামূলক করেছে বাইডেন প্রশাসন। অর্থাৎ যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় কোভিড সনদ থাকতে হবে।