বিড়ির ধোয়ায় আজ ঘোলাটে ল্যাম্প পোস্টের
আলো,
তামাটে শহর আর রাত নিকষ কালো।
কতো রাত করেছি চেষ্টা ঘুমাবার
ফুসফুসের ছাই গুছিয়ে নিশ্বাস টানবার চেষ্টা।
আজ আধার খোটা দেয়,
দেয় উঁকি, হাসে আমার ওপরে
বলে, যে এতো আলো দিলো
সে কেন আজ আমার চেয়েও কালো।
কাঁদি আমিও আজ ভরা মাহফিলে
পুড়ি আমিও কিন্তু কেউ দেখে না আমারে।
গৃহহীনের মতো নিজের মনের কাছ থেকে ফিরে
আসি
আজ বলতে বাধা নেই, হ্যাঁ আমিও কাঁদি
একদিন আমাকে নিজের কাছে বসালাম
প্রথমে বন্ধু বানিয়ে তারপর বুঝালাম,
যে কথা দিয়ে অন্যের মন ভুলিয়েছি
আজ নিজের ওপরও চেষ্টা করলাম।
দেহ নিথর,মন আবেগহীন,
অজানা ভয়ে নিস্তব্ধ মস্তিষ্ক।
মনের ওপরে গিয়েও বলতে আজ বাধা নেই,
হ্যাঁ আমিও কাঁদি।
হাবিব