Monday, December 23, 2024
Homeআবহাওয়াতীব্র তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি

আবহাওয়া ডেস্কঃ

ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং আর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গানা ও এর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি দুর্বল অবস্থায় রয়েছে।

এদিকে তীব্র তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি দেখা মিলছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের অন্তত আট জেলায় হতে পারে বৃষ্টিপাত। তবে সপ্তাহ শেষে আবার কমে যাবে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝড়োবৃষ্টি এবং বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

RELATED ARTICLES

Most Popular