আন্তর্জাতিক ডেস্কঃ
নতুন সরকার গঠনের সময় তালেবান বার বার নারীদের অগ্রাধিকার নিয়ে প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত নারীদের ভিত মজবুত নয় আফগানিস্তানে।
দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে স্কুলে যেতে পারছেনা মাধ্যমিক পর্যায়ের ছাত্রীরা। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করে জাতিসংঘ।
তবে এক মাসেরও বেশি সময় নিষিদ্ধ থাকার পর আফগানিস্তানের মেয়েরা শিগগিরই মাধ্যমিক পর্যায়ের স্কুলে যেতে পারবে বলে নিশ্চিত করেছে তালেবান।
তালেবানের পক্ষ থেকে ঘোষণা এসেছে খুব শিগগিরই মাধ্যমিক স্কুলে ফিরতে পারবে ছাত্রীরা। তবে ঠিক কবে নাগাদ মাধ্যমিক স্কুল খুলবে তা নিশ্চিত করেনি তালেবান সরকার।