নবদূত রিপোর্টঃ
আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, গতকালের মতো আজও সারাদেশে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। মাঝে মধ্যে রোদের দেখাও মিলতে পারে।
আজ সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। মৌসুমী বায়ু এখনও সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও ২ দিন থাকতে পারে বলে জানা যায়।
তাছাড়াও সমুদ্রবন্দরগুলোতে বহাল থাকছে ৩ নম্বর সতর্ক সংকেত। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ এসব তথ্য জানিয়েছেন।