Friday, November 15, 2024
Homeআন্তর্জাতিকউত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়েছে

উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়েছে বলে জানা যায়। দেশটির  একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো পিয়ংইয়ংকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

আজ বুধবার দেশটির গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা যায়। ক্রুজ মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পর এবার ফের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরই এবার সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।


এ যেন ক্ষেপণাস্ত্র পরীক্ষার উৎসবে মেতেছে উত্তর কোরিয়া। গেল ১ সপ্তাহেরও বেশি সময় ধরে একের পর পর বিভিন্ন পাল্লা এবং ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি।

RELATED ARTICLES

Most Popular