নবদূত রিপোর্টঃ
বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধধর্মাবলম্বীদের উৎসবটি উদযাপিত হচ্ছে দেশের নানা প্রান্তে।
এই দিন বৌদ্ধ ভিক্ষুরা আত্মার অপবিত্রতা ও কলুষতা থেকে পবিত্র হওয়ার জন্য ৩ মাসব্যাপী নির্জন আশ্রমে বাস শেষে প্রবারণা পূর্ণিমার মাধ্যমে লোকারণ্যে ফিরে আসেন।
বৌদ্ধ ভিক্ষুরা প্রবারণাকে ‘বড় ছাদাং’ বলেও অভিহিত করেন। ‘ছাদাং’ অর্থ উপোস দিবস। প্রবারণা দিবসের আনুষ্ঠানিকতা হিসেবে বৌদ্ধরা উপোস, ব্রত পালন, পরিষ্কার পোশাকে বৌদ্ধ বিহারে সমবেত হয়ে বুদ্ধকে পূজা, ভিক্ষুদের আহার করানো, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি ও প্রদীপ প্রজ্বলনের আয়োজন করে।
আজ বুধবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেছেন বৌদ্ধধর্মাবলম্বীরা।