Friday, December 27, 2024
Homeরাজনীতিপূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ : জিএম কাদের

পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ : জিএম কাদের

নবদূত রিপোর্ট:

সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। তারা সজাগ থাকলে এটা ঘটতো না।

জিএম কাদের বলেন, সারা দেশে সহিসংতা রোধে কোনো সাফল্য নেই সরকারের। সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে আমাদের। এখন সেই ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবীতে আমাদের সম্প্রীতির ইমেজ ধ্বংস হয়ে এখন নেতিবাচক ইমেজ তৈরি হচ্ছে।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজায় কখনোই হামলার ঘটনা ঘটেনি, এখন কেন ঘটছে তাও অবশ্যই খতিয়ে দেখতে হবে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ ঐতিহ্যে বিশ্বাস করে, দেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা ও হামলা পছন্দ করে না।

RELATED ARTICLES

Most Popular